‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা-ইভার কানাডা মিলন, ভাইরাল হলো আবেগঘন মুহূর্ত

দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষা অবশেষে কিছুটা হলেও পূরণ হলো। ছোট পর্দার জনপ্রিয় জুটি ‘কাবিলা-ইভা’ অবশেষে আবারও এক ফ্রেমে ধরা দিলেন—তাও দূর কানাডায়। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চলতি সিজনে ইভা চরিত্রটি অনুপস্থিত। এতে ভক্তদের একধরনের শূন্যতা তৈরি হয়েছিল। সেই শূন্যতা খানিকটা পূরণ করেছে কানাডায় ঘটে যাওয়া এই আবেগঘন মুহূর্ত।
নাটকের কাবিলা চরিত্রে জিয়াউল হক পলাশ এবং ইভা চরিত্রে পারসা ইভানা অভিনয় করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অভিনয়ের ওপর একটি কোর্স করছেন ইভানা। সেখান থেকে সাংস্কৃতিক একটি অনুষ্ঠানে অংশ নিতে যান কানাডায়। অপরদিকে, বাংলাদেশ থেকে পলাশও একই অনুষ্ঠানে অংশ নিতে কানাডায় যান। সেখানেই এই জুটির দেখা হয়।
দু’জনেই সময় নিয়ে গল্প করেন, স্মৃতিচারণ করেন। সেই মুহূর্তের কিছু ছবি তারা শেয়ার করেন ফেসবুকে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তদের প্রতিক্রিয়াও ছিল
আবেগঘন— “তোমাদের দেখে মনটা ভালো হয়ে গেছে”, “কাবিলা-ইভা মানেই একটা ফ্রেশ স্মৃতি” ইত্যাদি। অনেকেই আবার নতুন কোনো নাটকে তাদের একসঙ্গে দেখার প্রত্যাশা করছেন।
গুঞ্জন রয়েছে, এই সফরের ফাঁকে মন্ট্রিয়েলে একটি একক নাটকের শুটিংও করেছেন তারা, তবে এ বিষয়ে মুখ খুলছেন না কেউই।
এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ অনুপস্থিত থাকা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পারসা ইভানা। তিনি বলেন, “ইভা চরিত্রটি আমার আত্মার কাছের। এবারের সিজনে আমি নেই—এতে মন খারাপ তো হয়ই। সংবাদ সম্মেলনের দিন একাই কেঁদেছি। সবাই ছিল, শুধু আমি ছিলাম না। তবে আমি টিমের সবার জন্য খুশি। কোনও কিছুই কারও জন্য থেমে থাকে না। আমি চাই সবাই এগিয়ে যাক।”
বর্তমানে যুক্তরাষ্ট্রে অভিনয়ের পাশাপাশি ‘ড্যান্স সামার ইনটেনসিটি’ নামের একটি নাচের কোর্সও করছেন ইভানা। সব ঠিক থাকলে আগস্টে দেশে ফেরার কথা রয়েছে তার।