“রাজনীতি একটি দামি শখ”— বিস্ফোরক মন্তব্য কঙ্গনার, রাজনীতি নিয়ে অনীহার ইঙ্গিত?

রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফের আলোচনায় এলেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। মাণ্ডি থেকে নির্বাচিত এই এমপির সাংসদ পদে এক বছর পূর্ণ হওয়ার আগেই রাজনীতি নিয়ে তাঁর হতাশা ও কঠিন বাস্তবতার কথা উঠে এল এক সাম্প্রতিক সাক্ষাৎকারে।
কঙ্গনা বলেন, “রাজনীতি একটি দামি শখ। আপনি যদি একজন সৎ রাজনীতিক হতে চান, তাহলে রাজনীতি দিয়ে জীবিকা নির্বাহ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সংসদ সদস্যদের যে বেতন দেওয়া হয়, তাতে ঠিকমতো জীবনধারণ করাও কঠিন।”
তিনি আরও বলেন, “বেতন থেকে বাড়ির সহকারীদের খরচ বাদ দিলে হাতে ৫০–৬০ হাজার টাকা মতো থাকে। সেই টাকায় যদি আপনাকে কেন্দ্রের বিভিন্ন প্রান্তে যেতে হয়, বিশেষ করে দূরবর্তী ও প্রত্যন্ত এলাকায়, তাহলে খরচ আরও বেড়ে যায়। এ কারণে অনেক সাংসদেরই নিজস্ব ব্যবসা বা অন্য কোনো পেশায় যুক্ত থাকতে হয়। কেউ আইনজীবী, কেউ ব্যবসায়ী।”
রাজনীতি পেশা নয়, বরং একটি সেবামূলক কাজ—এই অভিমতও ব্যক্ত করেছেন কঙ্গনা। এর আগেও এক পডকাস্টে তিনি বলেছিলেন, “আমি বেশ বুঝতে পারছি, রাজনীতি একেবারেই ভিন্ন ধরনের কাজ। এটা মূলত সমাজসেবা। সত্যি বলতে, আমি এটা উপভোগ করছি না। অতীতে কখনও ভাবিনি মানুষের সেবা করব।”
এই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই বলছেন, এক বছরের আগেই রাজনীতিতে 'আকর্ষণ' হারাচ্ছেন কঙ্গনা রানাওয়াত। নির্বাচনের সময় রাজনৈতিক আগ্রহে উচ্ছ্বসিত কঙ্গনার এই সুরবদল তা হলে কি ভবিষ্যতে সংসদ থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে?