বলিউডে কার্তিক আরিয়ানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: অমাল মালিকের অভিযোগ

বলিউডে বহিরাগত হয়েও নিজের জায়গা মজবুত করেছেন অভিনেতা কার্তিক আরিয়ান। অভিনয় দক্ষতা, গ্ল্যামার ও মেধার সমন্বয়ে বলিপাড়ায় অনন্য অবস্থানে পৌঁছেছেন তিনি। তবে এবার তাকে কেন্দ্র করে শুরু হয়েছে ষড়যন্ত্রের গুঞ্জন, যা সুশান্ত সিং রাজপুতের পরিণতির মতোই হতে পারে— এমনই দাবি করেছেন সিঙ্গার ও কম্পোজার অমাল মালিক।
সম্প্রতি এক গণমাধ্যমের সাক্ষাৎকারে অমাল মালিক বলেন, বলিউডের প্রভাবশালী কিছু অভিনেতা-প্রযোজক ইতোমধ্যে কার্তিককে বলিউড থেকে সরিয়ে দেওয়ার জন্য তৎপর। তিনি জানান, এই বিনোদন জগতের আসল রূপ মানুষের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, যেখানে অনেকেই ক্ষমতার লড়াইয়ে মানুষকে ধ্বংস করার চেষ্টা করে।
অমাল বলেন, “সুশান্ত সিং রাজপুতের জীবনটাই এই অন্ধকার জগত সামলাতে পারেননি। কেউ বলেন তিনি আত্মঘাতী হয়েছেন, আবার কেউ বলছেন খুন হয়েছেন। যাই হোক, একজন মানুষ চলে গেছেন।” তিনি আরও বলেন, সুশান্তকে ধ্বংস করার পেছনে বড় বড় প্রযোজকরা লিপ্ত ছিল, আর এখন এই লোকগুলো অনেক কিছু হারাচ্ছে।
কার্তিকের প্রসঙ্গেও অমাল জানান, “ওও অনেক কঠিন পরিস্থিতি পেরিয়ে এসেছে, নাচ-গান করে, হাসিমুখে লড়াই করে এই অবস্থানে এসেছে। ঠিক সুশান্তের মতোই তাকে নিয়েও ষড়যন্ত্র চলছে।” তিনি বলিউড-এর এই অন্ধকার দিক নিয়ে কিছু বিষয়ও ফাঁস করেছেন।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দিনটি ছিল ২০২০ সালের ১৪ জুন, যখন বান্দ্রার নিজের ফ্ল্যাট থেকে তার দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছিল, তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে তিনি কাজ হারানো ও বিভিন্ন জায়গায় বয়কটের সম্মুখীন ছিলেন, যদিও তার ঝুলিতে ছিল সফল কিছু সিনেমা।
অমালের এই অভিযোগের পর কার্তিকের অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বলিউডের অন্ধকার রহস্য এবং ক্ষমতার লড়াইয়ে কার্তিকের ভবিষ্যত কেমন হবে, তা সময়ই বলবে।