আদিত্য না অর্জুন— কাকে মন দিলেন সারা আলি খান? অবশেষে জানালেন নিজেই

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান সম্প্রতি তাঁর নতুন সিনেমা মেট্রো ইন দিনো–এর প্রচারে সহ-অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শকরা। অনেকে বলছেন, ক্যামেরার সামনেই যেন পর্দার রসায়ন ছাড়িয়ে বাস্তবেও একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছেন তারা।
নেটদুনিয়ায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— তবে কি পর্দার বাইরেও প্রেম জমেছে সারা ও আদিত্যের? আবার কয়েক মাস আগেই সারার নাম জড়িয়েছিল রাজনৈতিক পরিবার ঘরনার যুবক অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে। তাদের একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা আরও বেড়ে যায়।
একদিকে আদিত্য, অন্যদিকে অর্জুন— তাহলে কাকে বেছে নিচ্ছেন সাইফকন্যা?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন সারা আলি খান। প্রেম বা সম্পর্কে তিনি কেমন মানুষ পছন্দ করেন, জানতে চাওয়া হলে সারা বলেন, “সঙ্গীকে অবশ্যই সম্পর্ককে স্বীকৃতি দিতে হবে। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময়ই সেটা ঘটে না।”
তিনি আরও বলেন, “রেস্তোরাঁয় খাওয়ার পর সব সময় ছেলেরা বিল দেবেন— এমনটা আমি মানি না। খরচ ভাগাভাগি করা উচিত। আমি কোথায় যাচ্ছি, কী করছি— তা জানতে চাইলে সমস্যা নেই। কিন্তু যদি মোবাইলে ট্র্যাকার লাগিয়ে অনুসরণ করা হয় বা কথায় কথায় প্রমাণ চাইতে থাকে, তাহলে তা সম্পর্কের জন্য খারাপ।”
তাহলে কি সারা এখন সঠিক সঙ্গীর খোঁজে কোনো ডেটিং অ্যাপে আছেন?
সরাসরি জবাবে তিনি বলেন, “আমি কখনো ডেটিং অ্যাপ ব্যবহার করিনি। যদিও অনেকেই করে, এতে কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয়, একজন মানুষকে মুখোমুখি দেখা ও বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব কিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে, তবে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো— যেমন সম্পর্ক— সেগুলো আমি এখনো বাস্তবেই অনুভব করতে চাই।”
এই বক্তব্যে পরিস্কার, আপাতত সারা আলি খান নিজের অনুভূতি ও বাস্তব জীবনকে গুরুত্ব দিয়ে সম্পর্কের বিষয়ে ধীরস্থিরভাবেই ভাবছেন। যদিও আদিত্য বা অর্জুনের প্রসঙ্গে তিনি সরাসরি কিছু বলেননি, তবে দর্শকদের কৌতূহল আপাতত থামছে না!