কর্মীদের জন্য ১ কোটি রুপি, উদারতায় অনন্য আলিয়া ভাট

বলিউড তারকা আলিয়া ভাট শুধু রূপালি পর্দায় নন, বাস্তবজীবনেও দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। সম্প্রতি তিনি নিজের গাড়িচালক এবং এক গৃহকর্মীকে বাড়ি কেনার জন্য ৫০ লাখ রুপি করে মোট ১ কোটি রুপি অর্থ সহায়তা দিয়েছেন। তার এই উদ্যোগ বলিউডে এক ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছে।
আলিয়ার জন্য এ ধরনের সহায়তা নতুন নয়। এর আগেও, ২০১৯ সালে তার দুই কর্মী—সুনীল ও অমোলকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন বলে জানা গেছে। তবে এবার সরাসরি ‘মাথা গোঁজার ঠাঁই’ করে দেওয়ার মাধ্যমে মানবিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।
অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন, প্রযোজনা, শিশুদের পোশাক ব্র্যান্ড (রিলায়েন্সের সঙ্গে যৌথভাবে), ও রিয়েল এস্টেটে বিনিয়োগের মাধ্যমে আলিয়ার আয়ের উৎস বহুমুখী।
‘জিকিউ ইন্ডিয়া’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আলিয়া ভাটের বর্তমান মোট সম্পদের পরিমাণ প্রায় ৫৫০ কোটি রুপি, যা স্বামী রণবীর কাপুর (৩৪৫ কোটি) ও ননদ কারিনা কাপুর (৪৮৫ কোটি)–কেও ছাড়িয়ে গেছে।
আলিয়া এর আগেই মা সোনি রাজদান এবং বোন শাহিন ভাটকে ফ্ল্যাট উপহার দিয়েছেন। এছাড়া রণবীর কাপুরের সঙ্গে যৌথভাবে ‘কাপুর ম্যানশন’ নির্মাণে প্রায় ২০০ কোটি রুপি বিনিয়োগ করেছেন তিনি।
তরুণ বয়সে বলিউডে পা রাখা এই অভিনেত্রীর ক্যারিয়ার রূপকথাকেও হার মানিয়েছে। তার সাফল্য যেমন অভিনয়ে, তেমনি সামাজিক দায়িত্ববোধ ও মানবিকতা প্রদর্শনেও তিনি অনন্য উদাহরণ।