বড় পর্দায় আসতে চান তৌসিফ মাহবুব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবার বড় পর্দায় কাজের ইচ্ছা প্রকাশ করেছেন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নিজেকে প্রস্তুত করে ধীরে ধীরে চলচ্চিত্রে কাজ করতে চান।
তৌসিফ বলেন, “আমি সামনে ছবি করতে চাই। বড় কাজ করতে হলে নিজেকে আস্তে আস্তে তৈরি করতে হয়। একটা ভালো কাজের জন্য অনেক সময় দিলে, সেটা ভিন্নমাত্রা পায়।” তিনি জানান, সাম্প্রতিক নাটকগুলোর পেছনে তিনি গড়ে ১৩ থেকে ১৪ দিন সময় দিচ্ছেন, যেখানে সাধারণত ৭–১০ দিনে নাটকের কাজ শেষ হয়।
নাটকের বাজেট নিয়েও কথা বলেন এই অভিনেতা। তার ভাষায়, “আমি এখন এমনভাবে কাজ করছি, যাতে একেকটা প্রজেক্টে বেশি সময় দিতে পারি, ভালোভাবে শুটিং করতে পারি, আরও ডিটেইল আনতে পারি। বলতে পারি, আমার নাটকের বাজেট এখন সবচেয়ে বেশি।”
উল্লেখ্য, ২০১৩ সালে রাজীব পরিচালিত এবং এয়ারটেল পরিবেশিত নাটক ‘অল টাইম দৌড়ের উপর’-এ অভিনয়ের মধ্য দিয়ে তৌসিফের নাট্যজগতে যাত্রা শুরু। এরপর একাধিক নাটকে অভিনয় করে তরুণ দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।