অবশেষে শুরু হচ্ছে ‘ডন ৩’, রণবীর-কিয়ারার শুটিং শুরু ২০২৬ সালে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুটিংয়ে যাচ্ছে বলিউডের জনপ্রিয় ‘ডন’ সিরিজের তৃতীয় কিস্তি। ২০০৬ সালে শাহরুখ খানের হাত ধরে যাত্রা শুরু করা এই অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিতে আর দেখা যাবে না কিং খানকে। তার জায়গায় এবার ‘ডন’-এর চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং।
নতুন করে আলোচনায় এসেছে ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হবে ছবির শুটিং। এতে রণবীর সিংয়ের বিপরীতে থাকছেন কিয়ারা আদভানি। যদিও একসময় গুঞ্জন ছিল, আগের দুই কিস্তিতে অভিনয় করা প্রিয়াঙ্কা চোপড়াও ফিরতে পারেন নতুন ছবিতে।
প্রথমে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। শাহরুখ খানের জায়গায় রণবীর সিংকে কাস্ট করার পর অনলাইনে ব্যাপক সমালোচনা ও ট্রোলের মুখে পড়ে প্রযোজক ও পরিচালকপক্ষ। প্রযোজকদের একজন জানান, "শাহরুখের মতো একজন কিংবদন্তিকে রিপ্লেস করার ‘সাহস’ দেখানো সহজ ছিল না। ট্রোলিংয়ের কারণে বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে।"
তবে এসব সমালোচনার মুখে রণবীর ও ফারহান উভয়েই চুপ থাকার সিদ্ধান্ত নেন। একইসঙ্গে রণবীরকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হওয়ার সময় দেওয়া হয়। চরিত্রের প্রয়োজনে তাকে কঠোর মার্শাল আর্ট প্রশিক্ষণ নিতে হচ্ছে।
এদিকে কিয়ারা আদভানিকে ছবির মূল নারী চরিত্রে কাস্ট করা হলেও তিনি গর্ভবতী হয়ে পড়ায় শুটিং পিছিয়ে যায় আরও। ফলে পরিচালক ফারহান আখতার নিজেই কিছুটা বিরতি নেন এবং সে সময়টায় নিজ অভিনীত যুদ্ধনির্ভর সিনেমা ‘১২০ বাহাদুর’-এ ব্যস্ত হয়ে পড়েন। সিনেমাটিতে তিনি অভিনয় করছেন মেজর শাইতান সিংয়ের ভূমিকায়। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ২১ নভেম্বর।
সব জটিলতা কাটিয়ে এখন ‘ডন ৩’ শুটিংয়ের জন্য প্রস্তুত। ফারহান আখতার জানিয়েছেন, ২০২৬ সালের জানুয়ারিতে ক্যামেরা অন হবে এবং বছরের শেষ দিকে, ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে এখনও একটি বিষয় পরিষ্কার নয়—প্রিয়াঙ্কা চোপড়ার ফেরা। আগের কিস্তিগুলোর মূল নারী চরিত্রে থাকা এই অভিনেত্রী ফিরবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। কারণ, তার পরিবর্তে কিয়ারা আদভানির সঙ্গে কাজ শুরু করেছেন পরিচালক। প্রযোজনা সূত্র বলছে, “প্রিয়াঙ্কার ফিরে আসার সম্ভাবনা এখনো একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”