চার চরিত্রে আল্লু অর্জুন, অ্যাটলির সুপারহিরো সিনেমা ‘এএ২২*এ৬’ নিয়ে বিশ্ব মাতানোর প্রস্তুতি

‘পুষ্পা’ দিয়ে ভারতজুড়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া দক্ষিণী সুপারস্টারআ আল্লু অর্জুন এবার হাজির হচ্ছেন সুপারহিরো রূপে। ‘পুষ্পা: দ্য রুল’ দিয়ে বক্স অফিসে ১,৭০০ কোটি রুপির বেশি আয় করা এই তারকা এবার কাজ করছেন অ্যাটলি কুমারের পরিচালনায় একটি সায়েন্স ফিকশন সিনেমায়, যার নাম এখনো চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে ধরা হচ্ছে ‘এএ২২*এ৬’ নামে—আল্লুর ২২তম ও অ্যাটলির ৬ষ্ঠ সিনেমা।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, এই সিনেমায় একাই চারটি চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন—দাদা, বাবা এবং দুই ছেলের চরিত্রে। প্রথমে দুটি চরিত্রে অভিনয়ের কথা থাকলেও পরে আল্লু নিজেই চেয়েছেন আরও দুটি চর যুক্ত করতে। পরিচালকের সন্দেহ থাকলেও লুক টেস্টে তা অভূতপূর্ব সাড়া ফেলায় সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এটাই হবে আল্লু অর্জুনের ক্যারিয়ারের প্রথম বহুরূপী চরিত্রে অভিনয়।
সিনেমাটিতে আল্লুর সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর এবং ম্রুণাল ঠাকুর। আর প্রধান খলনায়িকার চরিত্রে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। অ্যাটলির মতো সফল পরিচালকের সঙ্গে আল্লুর প্রথম কাজ হওয়ায়, এটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে।
‘জওয়ান’, ‘বিগিল’, ‘থেরি’র মতো সুপারহিট সিনেমার পরিচালক অ্যাটলি এবার নিজের সবচেয়ে উচ্চাভিলাষী সিনেমা বানাচ্ছেন। পুরো সিনেমার বেশিরভাগ অংশ তৈরি হচ্ছে ভিএফএক্স এবং অ্যানিমেশনের মাধ্যমে, যার জন্য যুক্ত হয়েছে হলিউডের খ্যাতনামা ভিএফএক্স স্টুডিও ও প্রযুক্তিবিদরা।
প্রযোজনা করছে সান পিকচার্স, এবং এটি তাদের সবচেয়ে বড় বাজেটের প্রজেক্ট হিসেবে ধরা হচ্ছে। আল্লু অর্জুন এ সিনেমায় পারিশ্রমিক নিচ্ছেন ১৭৫ কোটি রুপি, সঙ্গে থাকছে সিনেমার মোট মুনাফার ১৫ শতাংশ অংশীদারিত্ব। পরিচালক অ্যাটলি নিচ্ছেন ১০০ কোটি রুপি।
বর্তমানে মুম্বাইয়ে চলছে সিনেমাটির শুটিং। বিশাল বাজেট, নায়ক হিসেবে চার রূপে আল্লু অর্জুন, বলিউড-সাউথের তারকাবহুল লাইনআপ এবং অ্যাটলির হাত ধরেই তৈরি হচ্ছে ভারতের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা ‘এএ২২*এ৬’। মুক্তির সম্ভাব্য সময় ধরা হয়েছে ২০২৭ সাল।