যৌন হয়রানির অভিযোগে ইবির সহযোগী অধ্যাপক আজিজুল ইসলাম বরখাস্ত

যৌন হয়রানির অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিভাগের শিক্ষার্থীরা আজিজুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানি, অশালীন মন্তব্য, পোশাক ও শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, এবং হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোর মাধ্যমে ভিডিও কলে আপত্তিকর কথাবার্তার অভিযোগ করেন। এসব অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন জাতীয়/স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।
এই অভিযোগের প্রেক্ষিতে তাকে ৫ জুলাই থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে বরখাস্ত থাকাকালীন তিনি বিধি মোতাবেক জীবন ধারণ ভাতা পাবেন।
প্রসঙ্গত, ওই শিক্ষকের বিরুদ্ধে এক ডজন নারী শিক্ষার্থী বডি শেমিং, ভিডিও কলে কুপ্রস্তাব, কল না ধরলে পরীক্ষায় ফেল করানো, এবং নম্বর দেওয়ার প্রলোভনের অভিযোগ করেন। ২২ জুন বিভাগের সভাপতির কাছে তারা লিখিত অভিযোগ দেন এবং পরে উপাচার্যের কাছেও অভিযোগ জমা দেন। এ ঘটনার পর বিভাগ থেকে তাকে একাডেমিক কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়।