নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন এবং তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে।
সোমবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের "চির উন্নত মম শির" প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা দাবি বাস্তবায়নের জন্য উপাচার্য বরাবর স্মারকলিপিও প্রদান করে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান বৈষম্যমূলক নীতির কারণে বিএসসি ইঞ্জিনিয়াররা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
তাদের প্রথম দাবি, সরকারি বিভিন্ন দপ্তরে Assistant Engineer পদে নিয়োগে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বাধ্যতামূলক করতে হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা চালুর মাধ্যমে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে। বর্তমানে এই পদে সমমান ও কোটা ভিত্তিক পদ্ধতি চালু রয়েছে, যা প্রকৃত মেধাবীদের প্রতি অন্যায় বলেও তারা উল্লেখ করেন।
দ্বিতীয় দাবিতে , Sub Assistant Engineer
পদের ক্ষেত্রে বিএসসি এবং ডিপ্লোমা উভয় ডিগ্রিধারীদের জন্য সমান সুযোগ থাকা উচিত। বাস্তবে দেখা যায়, ১০ম গ্রেডের এই পদটি প্রায় শতভাগ ক্ষেত্রেই ডিপ্লোমাধারীদের জন্য সংরক্ষিত, যা সংবিধানসম্মত সমতার নীতির পরিপন্থী।
তৃতীয় দাবিতে ইঞ্জিনিয়ার পদবী ব্যবহারে প্রকাশিত গেজেট কার্যকরীভাবে বাস্তবায়ন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তাদের এই আন্দোলন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে নয় বরং প্রকৌশল শিক্ষার মর্যাদা ও ন্যায্যতার পক্ষে একটি যৌক্তিক প্রতিবাদ। তারা আশা প্রকাশ করেন, কর্তৃপক্ষ দ্রুত তাদের দাবিগুলোর বাস্তবায়ন ঘটাবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।