উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১৯, আহত ১৬৪

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৬৪ জন। সোমবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে হতাহতদের তালিকা প্রকাশ করে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী,
-
কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই।
-
জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০, নিহত ২।
-
সিএমএইচ-ঢাকা: আহত ১৪, নিহত ১১।
-
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত নেই, নিহত ২।
-
উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: আহত ১১, নিহত ২।
-
উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১।
-
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই।
এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমানবাহিনীর এফটি-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করেছিল বলে জানায় আইএসপিআর।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল এক সংবাদ সম্মেলনে ঘটনাস্থল থেকে উদ্ধার তৎপরতার তথ্য তুলে ধরে বলেন, এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।
বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।