উত্তরায় বিমান দুর্ঘটনার ধ্বংসাবশেষ সরানো হয়েছে

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কলেজের দুর্ঘটনাস্থলের উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়।
এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছে