ব্রিজে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় অজানা!
 
                                        
                                    শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার কালিখোলা ব্রিজের নিচ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পৌরসভার কালিখোলা ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, "আজ সকালে বড় নদী থেকে জোয়ারে ভেসে অজ্ঞাতনামা একটি পুরুষের মরদেহ কালিখোলা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল। পরে স্থানীয়রা বিষয়টি দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।"
তিনি আরও জানান, উদ্ধারকৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        