কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
 
                                        
                                    কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে মাসুদ রানা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধা ৬:১০ মিনিটের দিকে কুড়িগ্রাম-রাজারহাট সড়কে বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। মাসুদ রানা পীরমামুদ এলাকার ডা: মোনাইনখাঁ মোন্নাফের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধায় কুড়িগ্রাম থেকে রাজারহাট আসছিলেন মাসুদ। বটতলা পৌঁছালে কুড়িগ্রাম থেকে পার্বতীপুরগামী রমনা লোকাল ট্রেনে কাটা পড়ে।
স্থানীয়রা ও রাজারহাট ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি লালমনিরহাট রেল পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        