চলে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার গালভান
আর্জেন্টিনার ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ডিফেন্ডার আলবার্তো গালভান আর নেই। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (স্থানীয় সময়) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
গালভান দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। কয়েক সপ্তাহ আগে নিউমোনিয়া ধরা পড়ার পর থেকে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে প্রতিটি ম্যাচে মাঠে নেমেছিলেন গালভান। অধিনায়ক দানিয়েল পাসারেলার সঙ্গে দুর্দান্ত রক্ষণজুটি গড়ে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চার বছর পর ১৯৮২ বিশ্বকাপে খেললেও তখন নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি।
১৯৭০ সালে পেশাদার ফুটবলে অভিষেক এবং ১৯৭৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পান গালভান। জাতীয় দলের হয়ে ৩৪টি ম্যাচ খেলেছেন তিনি। ১৯৮৩ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এবং ১৯৮৭ সালে দীর্ঘ ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারের ইতি টানেন। খেলেছেন মূলত আর্জেন্টিনার ঘরোয়া লিগে, ক্যারিয়ারের শেষ দিকে খেলেছেন বলিভিয়ান লিগেও।
গালভানের মৃত্যুতে আর্জেন্টিনার ফুটবল মহলে নেমে এসেছে শোকের ছায়া। ১৯৭৮ সালের সেই ঐতিহাসিক জয় আজও মনে রেখেছে আর্জেন্টিনা, আর গালভান ছিলেন সেই গৌরবগাথার এক অবিচ্ছেদ্য অংশ।