আরএমপি কমিশনারের সাথে জুলাই রেভল্যুশনারী এলায়েন্স-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বাংলাদেশকে একটি ফ্যাসিবাদমুক্ত, ন্যায়ভিত্তিক ও আদর্শ রাষ্ট্রে পরিণত করার প্রত্যয়ে গঠিত ‘জুলাই রেভল্যুশনারী এলায়েন্স’-এর রাজশাহী জেলা কমিটির নেতৃবৃন্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। আজ মঙ্গলবার (১৫ জুলাই) আরএমপি কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাৎকালে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা সমসাময়িক নানা বিষয় নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আল ইমরান, রাজশাহী জেলা আহ্বায়ক রাকিব হোসেন, সদস্য সচিব তামিম মোঃ তরিকুল ইসলাম, মুখপাত্র গোলাম রাব্বিনী টিপু, যুগ্ম আহ্বায়ক তানভির মাহতাব, যুগ্ম সদস্য সচিব ওয়াসিউল ইসলাম আদনান, সংগঠক ফয়সাল আহমেদ এবং সদস্য রাব্বি হাসান।
সাক্ষাৎকালে রেভল্যুশনারী এলায়েন্স-এর সদস্যরা পুলিশ কমিশনারকে বলেন, ‘জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স জুলাইয়ের চেতনাকে ধরে রাখতে যে কর্মসূচিগুলো করা দরকার সেগুলো আমরা করবো। এক বছর পার না হতেই জুলাইয়ের চেতনাকে অনেকেই নষ্ট করার চেষ্টা করছে। এজন্য দেশে যেকোন প্রকার অন্যায়, দুর্নীতি কার্যক্রম যেগুলো হবে এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। পুলিশ কমিশনারকে আমরা এ কথাগুলো জানিয়েছি। তারা আমাদেরকে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে, তারা সকল প্রকার ন্যায় কাজের সাথে আমাদেরকে সহযোগিতা করবেন।’
তারা বলেন, চব্বিশের আন্দোলনে আমাদের ভইদের বুকে যারা গুলি করেছে, যারা আমাদের ভাইদেরকে হত্যার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে পুলিশের ভূমিকা কি এটা জানতে চাইলে কমিশনার আমাদের জানিয়েছে, যারা প্রকৃত দোষী তাদেরকে পুলিশ চিহ্নিত করেছে। তাদেরকে গ্রেফতার করতে কাজ করছে বলেও জানান তিনি।
পুলিশ কমিশনারের কাছে আমরা বলেছি, ‘বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগ পুনর্বাসন করার চেষ্টা করছে। আমাদের কথার প্রেক্ষিতে এ বিষয়ে দেখার আশ্বাস দেন পুলিশ কমিশনার। অনেক আসামী জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কমিশনার। পরিশেষে, জুলাইকে ধরে রাখতে সকল কর্মসূচি বাস্তবায়ন করতে আমাদের পাশে সবসময় থাকার আশ্বাস দেন পুলিশ কমিশনার।
সাক্ষাৎ ও মতবিনিময়কালে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয় এবং একটি আদর্শ রাষ্ট্র বিনির্মাণে সকলে মিলেমিশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।