গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, পুলিশের গাড়িতে আগুন, ইউএনওর গাড়ি বহরে ভাঙচুর

আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, ইউএনও’র গাড়ি বহরেও হামলা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে শহরের পৌর পার্কে আয়োজিত সমাবেশ মঞ্চে এ হামলার ঘটনা ঘটে।
সমাবেশে থাকা সাউন্ড সিস্টেম, চেয়ার ও মঞ্চ ভাঙচুরের পাশাপাশি এনসিপি নেতাকর্মীদের ওপর শারীরিক হামলার অভিযোগ উঠেছে। বিষয়টি গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান নিশ্চিত করেছেন।
এর আগে সকালেই সদর উপজেলার উলপুর এলাকায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন ওসি। তবে এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
জাতীয় নাগরিক পার্টি ১ জুলাই থেকে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে বুধবার ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির আওতায় শহরের পৌর পার্কে সমাবেশের আয়োজন করে দলটি।
পদযাত্রা কর্মসূচি বানচাল করতে সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়ি বহরেও হামলা চালানো হয়।
ইউএনও বলেন, "আমরা পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে গেলে প্রথমে পুলিশের ওপর হামলা হয়, পরে আমার গাড়ি বহরেও হামলা ও ভাঙচুর চালানো হয়।"
ওসি মির মো. সাজেদুর রহমান জানান, "জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।"
এদিকে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সরকারদলীয় লোকজন তাদের শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করতে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।