জামালপুরে ৫ লাখ ভারতীয় ব্লেডসহ দুইজন আটক

জামালপুরে অবৈধ পথে আনা ৪ লাখ ৭৪ হাজার ভারতীয় জিলেট ব্লেডসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৪। বুধবার সকালে র্যাবের জামালপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৪ (সিপিসি-১) কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এতে টাঙ্গাইলের মধুপুরগামী একটি মাইক্রোবাস থেকে এসব ব্লেড উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৭০ হাজার টাকা। একই সঙ্গে মাইক্রোবাসটি জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন: দেওয়ানগঞ্জ উপজেলার সাদ্দাম হোসেন ও আবুল খায়ের। তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।