ডেথ ওভারে মুস্তাফিজ ছিলেন দুর্দান্ত, স্বীকার লিয়ানাগের

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে ম্যাচে বাংলাদেশকে জয়ে বড় ভূমিকা রাখেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তোলা লঙ্কানদের আশা শেষ করে দেন ‘ফিজ’। ম্যাচ শেষে শ্রীলঙ্কার হয়ে ৭৮ রান করা জানিথ লিয়ানাগে সরাসরি প্রশংসা করেন মুস্তাফিজের।
শেষ তিন ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮ রান, হাতে ছিল মাত্র ২ উইকেট। সেই অবস্থায় মুস্তাফিজ তুলে নেন লিয়ানাগের গুরুত্বপূর্ণ উইকেট, যেটিই ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।
“মুস্তাফিজকে সামলানো কঠিন ছিল”
ম্যাচশেষে লিয়ানাগে বলেন, “আমরা সবাই জানি মুস্তাফিজ কতটা ভালো। সে আইপিএল খেলে, অনেক অভিজ্ঞ বোলার। জানে কোন পিচে কেমন বল করতে হয়। তাকে সামলানো কঠিন ছিল। কৃতিত্ব দিতেই হবে ওকে।”
শুধু মুস্তাফিজই নয়, পুরো বাংলাদেশ দলকেই কৃতিত্ব দিয়েছেন এই তরুণ ব্যাটার।
“বাংলাদেশ খুব ভালো বল করেছে। আমাদের ওপর মাঝপথে চাপ সৃষ্টি করেছে। অবশ্যই কিছু ভুল ছিল আমাদের, তবে ওদের কৃতিত্ব দিতেই হবে,” — বলেন লিয়ানাগে।
লঙ্কান ব্যাটারদের পরিকল্পনাতেও মুস্তাফিজ ছিলেন গুরুত্বপূর্ণ জায়গায়। ঝুঁকি না নিয়ে তার ওভার পার করাই ছিল উদ্দেশ্য, তবে সেটা কাজে আসেনি।
“আমরা চেয়েছিলাম মুস্তাফিজের বিপক্ষে রক্ষণাত্মক থাকতে, আর বাকি ওভারগুলোতে রান তুলতে। দুঃখজনকভাবে সেটা সফল হয়নি,” বলেন লিয়ানাগে।
অন্য প্রান্তে থাকা দুষ্মন্ত চামিরার ভূমিকাও প্রশংসিত করেছেন লিয়ানাগে: “চামিরা আমাকে দারুণ সমর্থন করেছে। আমি টিকে থাকতে পারলে আমরা জিতে যেতে পারতাম। শেষ পর্যন্ত আমি ভুল করে ফেলেছি।”
মুস্তাফিজের পরিসংখ্যান: ৮ ওভার, ৫৬ রান, ১ উইকেট (জানিথ লিয়ানাগে)