মেসির দলে যোগ দিচ্ছেন ডি পল, চূড়ান্ত আলোচনায় ইন্টার মায়ামি

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবার জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির ক্লাবে নাম লেখাতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) দল ইন্টার মায়ামিতে তার যোগ দেওয়ার গুঞ্জন এখন প্রায় নিশ্চিত রূপ নিয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস, ইএসপিএন ও এপি।
ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়, ডি পল স্বল্পমেয়াদি চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন। তার বর্তমান ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকলেও এক বছর আগেই ক্লাব ছাড়তে চলেছেন ৩১ বছর বয়সী এই তারকা।
চলতি জুলাইয়ের শুরুতেই ডি পলের ব্যাপারে আনুষ্ঠানিক প্রস্তাব দেয় ইন্টার মায়ামি। সেই প্রস্তাবের প্রেক্ষিতে ক্লাবটির সহ-মালিক জর্জ মাস মাদ্রিদে গিয়ে অ্যাতলেটিকোর সঙ্গে আলোচনাও করেছেন বলে সূত্র জানিয়েছে। মায়ামি চায়, অভিজ্ঞ এই মিডফিল্ডারকে এনে দলের মাঝমাঠ আরও শক্তিশালী করা।
২০২৩ সালের জুনে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। তার আগমনের পর রাতারাতি ক্লাব ও লিগের চেহারাই বদলে যায়। মেসির ছোঁয়ায় মায়ামি ইতোমধ্যে দুটি ট্রফি জিতেছে, খেলেছে ফিফা ক্লাব বিশ্বকাপেও। এবার মেসির জাতীয় দলের আস্থাভাজন ডি পলকেও যুক্ত করে রসায়ন আরও পোক্ত করতে চায় ফ্লোরিডার ক্লাবটি।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, জুলাই মাসের শেষ দিকেই ইন্টার মায়ামির জার্সিতে দেখা যেতে পারে ডি পলকে। তবে এখনও তার চুক্তির চূড়ান্ত শর্তাবলি ও সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।
বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেটস, জর্দি আলবা ও লুইস সুয়ারেজ। এর মধ্যে আলবা সম্প্রতি ২০২৭ মৌসুম পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ালেও বুসকেটস এখনো চুক্তি নবায়ন করেননি। ফলে তার জায়গায় ডি পলকে ভেবেই আগাম প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি।
২০২১ সালে অ্যাতলেটিকোতে যোগ দেওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডি পল। ক্লাব ও দেশের হয়ে তিনি জিতেছেন ২০২২ বিশ্বকাপ, ২০২১ কোপা আমেরিকা ও সদ্যসমাপ্ত ২০২৪ কোপা আমেরিকা।
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসি শুধু মাঠেই নন, বাণিজ্যিক দিক থেকেও এনেছেন আমূল পরিবর্তন। তার বাৎসরিক আয় (প্রায় ২৪৮ কোটি টাকা) এমএলএসের ২১টি দলের মোট খেলোয়াড় পারিশ্রমিকের চেয়েও বেশি। বুসকেটস ও আলবাও আছেন সর্বোচ্চ বেতনভুক্তদের তালিকায়।
ডি পল যোগ দিলে শুধু আর্জেন্টিনার "গোল্ডেন জেনারেশন"–এর মিলনই ঘটবে না, বরং মেসিকে ঘিরে তৈরি হওয়া ইন্টার মায়ামির ভবিষ্যৎ কৌশলেও নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা বিশ্লেষকদের।