ব্যাটারদের ব্যর্থতায় চাপ, তবে দায়িত্ব নিয়ে চিন্তিত নন সালাউদ্দিন

জাতীয় দলের ব্যাটিং পারফরম্যান্সে ভাটার টান স্পষ্ট। বিশেষ করে চলমান শ্রীলঙ্কা সফরে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় চোখে পড়ার মতো করেই প্রশ্ন উঠেছে দলের ব্যাটিং ইউনিটের দিকে। এই ব্যর্থতার কেন্দ্রে থাকায় স্বভাবতই আলোচনায় এসেছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। যদিও তিনি নিজের ভূমিকা নিয়ে একদমই বিচলিত নন, বরং আত্মবিশ্বাসের সঙ্গে বললেন— ভালো না করলে সমালোচনা হওয়াই স্বাভাবিক।
গত নভেম্বরে জাতীয় দলে সিনিয়র সহকারী কোচ হিসেবে যুক্ত হওয়া সালাউদ্দিন মূলত ব্যাটিং ইউনিটের দায়িত্ব পালন করছেন। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে শুরু করে চলমান শ্রীলঙ্কা সিরিজেও ব্যাটারদের পারফরম্যান্সের ঘাটতি স্পষ্ট। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এ নিয়েই প্রশ্নের মুখোমুখি হন সালাউদ্দিন।
তিনি বলেন, “বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না। ভালো না করলে সমালোচনা হবেই, এটা মেনে নিতেই হবে। আমি আমার জায়গা থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করছি। যদি বোর্ড মনে করে আমি উপযুক্ত না, তাহলে তারা সরিয়ে দেবে—এটাই স্বাভাবিক নিয়ম।”
নিজের চাকরি বা দায়িত্ব নিয়ে চিন্তিত নন বলেও জানালেন এই অভিজ্ঞ কোচ, “আমি যদি ভালো না করি, আমাকে সরিয়ে দেওয়া হোক। এতে আমার কোনো ইগো সমস্যা নেই। জাতীয় দলের বাইরে আমার করার মতো অনেক কিছু আছে। আমি নিজে চাইনি এখানে আসতে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
সালাউদ্দিনের আত্মবিশ্বাস, দায়িত্বে থাকাকালীন তিনি সততা ও পেশাদারিত্ব বজায় রেখেই কাজ করছেন। তবে চাপ যে নেই, তা নয়—বিশেষ করে ব্যাটিং ইউনিটের টানা ব্যর্থতায় ঘুরেফিরে আঙুল উঠছেই তার দিকে।
উল্লেখ্য, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় থাকা বাংলাদেশ ও শ্রীলঙ্কা আগামীকাল (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে। দলকে জয়ে ফেরাতে ব্যাটিং ইউনিটের ঘুরে দাঁড়ানো এখন সময়ের দাবি।