যথাযোগ্য মর্যাদায় নোবিপ্রবিতে জুলাই শহিদ দিবস পালিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস’। বুধবার (১৬ জুলাই ২০২৫) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে দুপুরে প্রশাসনিক ভবনের সামনে থেকে এক শোক র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
র্যালি শেষে প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। সঞ্চালনায় ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. শিবলুর রহমান।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন,“চব্বিশের জুলাই বিপ্লবে নিহত শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো সেই আন্দোলন ব্যর্থ হলে আজকের বাংলাদেশ হতো না। যারা জীবনের ঝুঁকি নিয়ে এ বিপ্লব সফল করেছেন, তাদের প্রতি আমরা চিরঋণী। আমাদের লক্ষ্য হওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের গুণগত উন্নয়ন নিশ্চিত করে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা।”
তিনি আরও বলেন, “আমরা হয়তো পুরো দেশকে বদলে দিতে পারবো না, তবে আমাদের বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। র্যাংকিং, শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা—সবখাতেই অগ্রগতি আনতে আমরা একযোগে কাজ করে যাচ্ছি।”
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ বলেন, “আজকের দিনে শিক্ষার্থী আবু সাঈদ ও মুগ্ধসহ সকল শহিদের নৃশংস হত্যাকাণ্ডের কোনো ভাষায় নিন্দা জানানো সম্ভব নয়। এ হত্যাকাণ্ডগুলোর দ্রুত বিচার চাই। তাদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই শহিদদের আত্মা শান্তি পাবে।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষকর্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য রাখেন।
দিবসটি উপলক্ষে বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। সেখানে শহিদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।