লঙ্কান মাটিতে ইতিহাস গড়ে বাংলাদেশের সিরিজ জয়, উৎসর্গ শহীদদের স্মরণে

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দেশের বাইরে এই ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়। আর এই ঐতিহাসিক জয় ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের প্রতি উৎসর্গ করেছেন টাইগার অধিনায়ক লিটন দাস।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, "এখন যেহেতু জুলাই মাস, আজ ১৬ জুলাই, শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা উৎসর্গ করতে চাই।"
সিরিজ জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লিটন আরও বলেন, "প্রথমত, যেকোনো সিরিজ জয়ই অধিনায়ক হিসেবে দারুণ অনুভূতি দেয়। আমি মনে করি, আপনারাও খুশি। বাংলাদেশি ক্রিকেটপ্রেমী যারা আছেন, তারাও অনেক খুশি যে আমরা শ্রীলঙ্কার মাঠে এসে এই সিরিজ জিততে পেরেছি। আমি খুবই খুশি।"
২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই স্মরণীয় সিরিজের সঙ্গে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরের তুলনা টেনে লিটন বলেন, "দুই সিরিজই আমার কাছে অনেক বড়। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদের হারানো একটা বড় চ্যালেঞ্জ ছিল। সবাই জানে, টি-টোয়েন্টিতে ওরা কতটা ভয়ংকর দল। শ্রীলঙ্কাও ঘরের মাঠে অনেক শক্তিশালী ও ব্যালান্সড দল। দুইটা সিরিজই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।"
সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বাকি দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এই জয়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার কোনো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
এর আগে, ওয়ানডে সিরিজেও সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত সিরিজ জেতা সম্ভব হয়নি। তবে টি-টোয়েন্টি সিরিজ জয় যেন সেই আক্ষেপ কিছুটা হলেও ঘোচাল।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান শেখ মেহেদি, তিনি একাই শিকার করেন ৪টি উইকেট।
জবাবে খেলতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। ১৬.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ইনিংসের নায়ক ছিলেন তরুণ তানজিদ হাসান তামিম, যিনি ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।