যশোরে শহীদদের স্মরণে জেলা বিএনপির কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল ও মৌন মিছিল

জুলাই-আগস্টের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে গতকাল যশোর জেলা বিএনপির উদ্যোগে কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লালদিঘির পাড়ে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন “জুলাই-আগস্টের আন্দোলন ছিল ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম। আবু সাইদ ও ওয়াসিম আকরাম সে আন্দোলনে শহীদ হয়েছেন। বিএনপি তখনও পাশে ছিল, আজও আছে। যশোরে আমরা ৫৫ জন নেতাকর্মীকে হারিয়েছি। শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।