লৌহজংয়ে চোরাই অটোরিকশাসহ গ্রেফতার ১

লৌহজংয়ে চোরাই কৃত অটোরিকশা উদ্ধার ও গ্রেফতার ১ জন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার চুরি যাওয়া একটি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ইরফান মাদবর (৪৬) এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ই জুলাই) দুপুর লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। গ্রেফতার মোঃ ইরফান মাদবর (৪৬) (ওরফে ভান্ডারী) লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের বাঘের বাড়ি মৃত জসিম উদ্দিন মাতব্বরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মৃত জসিমউদ্দিন মাতব্বরের ছেলে মোঃ ইরফান মাতব্বর(৪৬) (ভাণ্ডারী) বেজগাঁও ইউনিয়নের বাঘের বাড়ি তার বসবাস করছেন। পুলিশের একটি চৌকস টিম (১৭ জুলাই) দুপুর ১টা ৫ মিনিটে ব্যাটারি চালিত অটো সহ মোঃ ইরফান মাদবর কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গতকাল ১৮ই জুলাই সকালে মুন্সিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। লৌহজং থানার (ওসি) তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদ পেয়ে আমাদের লৌহজং থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ব্যাটারি চালিত অটো ও একজনকে ধরতে সক্ষম হয়। তিনি আরও জানান, গ্রেফতার মোঃ ইরফান মাদবরকে আদালতে পাঠানো হয়েছে।
চুরির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।