ময়মনসিংহে জুলাই গণহত্যার মৌন মিছিলে জনতার ঢল

জুলাই গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহ বিএনপির কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিলের কর্মসূচিতে নগরীতে জনতার ঢল নামে। এ সময় জেলার প্রথম শহীদ রেদোয়ান হাসান সাগরসহ সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
গত শুক্রবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর শহীদ সাগর চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে এই শ্রদ্ধা জানায় বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, এই সাগর চত্বরেই গত বছরের ১৯ জুলাই বিকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা করে কলেজ শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এই আত্মত্যাগ কখনো ভুলব না। অবিলম্বে শহীদ সাগরের হত্যাকারিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।
এর আগে নগরীর হরিকিশোর রায় রোডের বিএনপি কার্যালয় থেকে একটি মৌন মিছিল সি.কে ঘোষ রোড হয়ে শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ হয়।
এতে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক আমজাদ আলী, উত্তর বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক একেএম মাহাবুবুল আলম, শামীম আজাদ, কায়কোবাদ মামুন, বিএনপি নেতা প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু’সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও নগরীর টাউন হল চত্বর থেকে জুলাই শহীদদের স্মরণে কালো ব্যাগ ধারণ শেষে মৌন মিছিল করেছে দক্ষিণ জেলা বিএনপি। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, আখতারুল আলম ফারুক, শহীদুল আমিন খসরুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় কালো ব্যাজ ও কালো পতাকায় নগরজুড়ে খন্ড খন্ড মিছিলে এক শোকাবহ আবহের সৃষ্টি হয়।