দুর্গাপুরে শহীদ রিজভী দিবস পালন, লাল পতাকা মিছিলে ছাত্র-জনতার অংশগ্রহণ

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শহীদ নেতা মাহমুদুল হাসান রিজভীর স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “শহীদ রিজভী দিবস”। দিবসটি উপলক্ষে গত শুক্রবার (১৮ জুলাই) বিকেল ২টায় দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে আয়োজিত হয় লাল পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র-যুব সমাজ এবং সংস্কৃতিকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ। তিনি বলেন,"মাহমুদুল হাসান রিজভী ছিলেন ছাত্র আন্দোলনের সাহসী কণ্ঠস্বর। তিনি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও স্বৈরাচারের বিরুদ্ধে যে সংগ্রামী চেতনা রেখে গেছেন, তা আজও আমাদের প্রেরণা যোগায়।"
সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, সহ-সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুর্গাপুর উপজেলা সভাপতি জহির রায়হান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার।
বক্তারা বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকায় ছাত্র-জনতার যৌক্তিক দাবিতে অনুষ্ঠিত গণআন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন ছাত্র ইউনিয়নের তৎকালীন নেতা মাহমুদুল হাসান রিজভী। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের ছাত্র-জনতার মুক্তির আন্দোলনে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।