তফসিল ও গণভোটকে স্বাগত জানিয়েছে গণতান্ত্রিক সংস্কার জোট
জুলাই অভ্যুত্থান ও সংস্কারকে ধারণকারী তিন দলীয় প্ল্যাটফর্ম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ জাতীয় নির্বাচনের তফসিল ও গণভোটকে স্বাগত জানিয়েছে। সেই সাথে জোট নেতারা সামগ্রিক পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের আহ্বানও জানিয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) যৌথ বিবৃতিতে জোটের মুখপাত্র ও জাতীয় নাগরিক
পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট
হাসনাত কাইয়ূম এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
বলেন, এতদিন যেসব সুযোগ সন্ধানী এবং সংস্কারবিরোধী চক্র নির্বাচন হবে না বলে গল্প ছড়িয়েছে
নির্বাচনি তফসিল ঘোষণার মাধ্যমে তাদের মুখে চুনকালি পড়লো।
সরকারকে ধন্যবাদ জানিয়ে নেতারা বলেন, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনের পথ
প্রশস্ত করে সরকার জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
একইসঙ্গে নির্বাচনের পরিবেশ নিয়ে অস্বস্তি প্রকাশ করে তারা বলেন, সব
দলের প্রতি সমান আচরণ এবং নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা
এখনও সম্ভব হয়নি।
বেশ কয়েক জায়গায় সম্ভাব্য প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে জোট
নেতারা বলেন, এই পরিস্থিতির উন্নতি না হলে ১৪ শত শহীদ এবং হাজারও আহত মানুষের রক্তের
বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।
বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা যেখানে ঘোষণা দিয়েছেন এবার ইতিহাসের
সেরা নির্বাচন হবে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর মনোভাব এখনও ততটা জনবান্ধব নয়। অতিদ্রুত পেশাদার ও নিরপেক্ষ আচরণ নিশ্চিত করতে নির্বাচন
কমিশনকে তাগিদ দেন তিন জোটের নেতারা।