খালেদা জিয়ার জানাজা বুধবার: সালাহউদ্দিন আহমদ
বাংলাদেশের প্রথম নারী
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার ব্যক্তিগত
চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন
ধরে নানা জটিল রোগে ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। শেষ দিকে শারীরিক অবস্থার মারাত্মক
অবনতি ঘটে।
মৃত্যুকালে খালেদা জিয়ার
পাশে ছিলেন তার পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন তার বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ
জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা
রহমান, নাতনি জাহিয়া রহমান ও জাফিয়া রহমান, ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী
কানিজ ফাতেমা, প্রয়াত ভাই সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার, মেজ বোন সেলিনা
ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও
সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির
সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার জানাজা আগামী বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর
মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। বিষয়টি নিয়ে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে
বলে জানান তিনি।
দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি।
তবে
বয়সজনিত দুর্বলতা ও দীর্ঘমেয়াদি অসুস্থতার কারণে তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির
দিকে যায়। সর্বশেষ গত ২৩ নভেম্বর তাকে গুরুতর অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা
হয়। প্রায় এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।
‘দেশনেত্রী’, ‘আপসহীন নেত্রী’
হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের
ছায়া। তার মৃত্যুতে এক যুগেরও বেশি সময়ের একটি রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটলো বলে মনে
করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।