বাসে চড়ে সমাবেশস্থলের দিকে তারেক রহমান
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে পূর্বনির্ধারিত বাসে চড়ে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার সমাবেশস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তার জন্য অপেক্ষা করছেন কয়েক লাখ নেতাকর্মী। এসব নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি।
এরপর সেখান থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। পরে সেখান থেকে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে যাবেন তারেক রহমান।
এর আগে, বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্ত্রী-কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। এরপর দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখেন তারেক রহমান।
প্রসঙ্গত, সকাল ৯টা ৫৫ মিনিটে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) বিমানটি সিলেটে অবতরণ করে। সেখানে বিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি।