গুলশানের বাসায় তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে
সাক্ষাৎ শেষে গুলশানের বাসভবনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক
রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে বহনকারী লাল-সবুজ রঙের
গাড়িটি গুলশান-২-এর ১৯৬ নম্বর বাড়ির সামনে পৌঁছায়।
এর আগে
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশে রওনা হন তিনি।
জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের বাসভবনের কাছেই ১৯৬ নম্বর বাড়িটির অবস্থান।
নিরাপত্তা ও যাতায়াতের সুবিধার্থে দুটি বাড়ির মধ্যে ভেতর দিয়ে একটি প্যাসেজও
প্রস্তুত করা হয়েছে। তারেক রহমান আপাতত এই বাসভবনেই অবস্থান করবেন।
এর আগে
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ
এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দরে অবতরণ করে। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০
ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন এবং বিকেল পৌনে ৪টার
দিকে সেখানে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
সংবর্ধনা
শেষে তিনি মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে লাল-সবুজ রঙের গাড়িতে এভারকেয়ার হাসপাতালের
পথে রওনা হন। বিকেল সাড়ে ৪টার পর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে গাড়িবহর হাসপাতালের
দিকে অগ্রসর হলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে
অভ্যর্থনা জানান। গাড়ির সামনের অংশে দাঁড়িয়ে তিনি ক্ষণে ক্ষণে হাত নেড়ে তাদের সাড়া
দেন।
সন্ধ্যা
৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছে গাড়ি থেকে নেমে দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে
হেঁটে ভেতরে প্রবেশ করেন তারেক রহমান। হাসপাতালে ঢোকার আগে তিনি কয়েক দফা থেমে
হাসপাতালের সীমানার কাছে জড়ো হওয়া উচ্ছ্বসিত নেতাকর্মীদের সঙ্গে হাত মিলিয়ে
শুভেচ্ছা বিনিময় করেন।
মায়ের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটানো শেষে রাতের দিকে
তিনি গুলশানের বাসভবনে ফিরে যান। দীর্ঘ প্রবাসের পর তারেক রহমানের এই প্রথম দিনের
কর্মসূচি ঘিরে রাজধানীতে দিনভর ছিল বাড়তি নিরাপত্তা ও নেতাকর্মীদের ব্যাপক
উপস্থিতি।