'বিএনপি চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ না করলে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করবে'

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেছেন, বিএনপি যদি দেশজুড়ে চলমান চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ না করে, তবে তাদেরও আওয়ামী লীগের মতো কঠিন পরিণতি ভোগ করতে হবে। তবে বিএনপি চাইলেও এটা বন্ধ হবে না, কারণ চাঁদাবাজিই তাদের একমাত্র আয়ের উৎস এবং এতে তাদের ৯০ শতাংশ নেতাকর্মী জড়িয়ে আছে।
গত শনিবার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং নিন্দা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তারিকুল ইসলাম আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বিএনপির ভয়ে কাতর হয়ে আছে। এ পরিস্থিতিতে কোনো নির্বাচন আশা করা যায় না। তাই বিএনপিকে দেশের সর্বত্র তাদের সহিংসতা বন্ধ করতে হবে, অন্যথায় আওয়ামী লীগের মতো কঠিন পরিণতি ভোগ করতে হবে।
যুবশক্তির সদস্য সচিব জাহেদুল ইসলাম জানান, চাঁদাবাজি, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সংগঠন দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এছাড়া প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
চট্টগ্রামে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ
চট্টগ্রামে ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নগরীর ষোলশহরের বিপ্লব উদ্যান এলাকায় এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তি ও বাগছাসের যৌথ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা নগরীর নাসিরাবাদ থেকে জিইসি মোড় পর্যন্ত মিছিল করেন।
সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বক্তব্য রাখেন। এর আগে শুক্রবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ মঈন উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন জিয়াদ, মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাশেদ ইসলাম ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক আবদুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।