‘শাপলা’ ছাড়া এনসিপির কোনো প্রতীক নয়: নাসির উদ্দিন পাটোয়ারী

জাতীয় ঐক্য পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী জানিয়েছেন, দলটির ভোটের প্রতীক হিসেবে ‘শাপলা’ ছাড়া কোনো বিকল্প নেই। যদি নির্বাচন কমিশন (ইসি) শাপলা প্রতীক না দেয়, তাহলে আইনি ও রাজনৈতিকভাবে লড়াই চালানো হবে বলেও জানান তিনি।
রোববার (১৩ জুলাই) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে। এতে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের মাধ্যমে ইসি শাপলা প্রতীক বাদ দিয়ে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয়, যা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে এনসিপি তীব্র প্রতিবাদ জানিয়েছে।
এনসিপি ২২ জুন নিবন্ধনের সময় শাপলা প্রতীক চেয়েছিল। এর আগে ১৭ এপ্রিল নাগরিক ঐক্য—যার নেতৃত্বে ছিলেন মাহমুদুর রহমান—ও একই প্রতীকের দাবি জানিয়েছিল। দুই দল ইসির সঙ্গে একাধিক বৈঠক করেও শাপলা প্রতীকের দাবি মানানো হয়নি। শেষ পর্যন্ত শাপলা প্রতীক তফসিল থেকে বাদ পড়েছে।