সন্ত্রাস ও পেশিশক্তিমুক্ত রাজনীতির প্রতিশ্রুতি এনসিপির, নওগাঁয় জমজমাট পদযাত্রা

‘সন্ত্রাস ও অর্থের প্রভাবমুক্ত রাজনীতি’ গড়ার প্রত্যয়ে রাজপথে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “আমরা এমন একটি রাজনীতি চাই যেখানে পেশিশক্তি, অর্থবিত্ত কিংবা ভীতির কোনো স্থান নেই। রাজনীতি হবে জনমানুষের কল্যাণে, দেশের স্বার্থে।”
রোববার (৬ জুলাই) সকালে নওগাঁ শহরের একটি রেস্ট হাউস থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরুর আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আখতার হোসেন জানান, নওগাঁয় পদার্পণের পর এনসিপির কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। “রিকশাচালক থেকে শুরু করে প্রবীণ নারী-পুরুষ, শহীদ পরিবারের সদস্যরাও আমাদের বার্তা গ্রহণ করেছেন,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “নওগাঁর ভাঙাচোরা সড়ক, অবকাঠামোগত সংকট এবং বেকারত্ব দূরীকরণসহ জীবনমান উন্নয়নের বিষয়ে স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছি। নওগাঁতে আমাদের সাংগঠনিক ভিত্তি মজবুত হয়েছে। এখান থেকে এনসিপির উত্তরাঞ্চলজুড়ে প্রসার ঘটছে।”
এনসিপির নওগাঁ জেলা কমিটিও ইতিমধ্যে গঠিত হয়েছে বলে জানান তিনি।
এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ—আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন এবং ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।
আখতার হোসেন বলেন, “আমাদের নির্দেশনা একটাই—মানুষের কাছে যাও, মানুষের কথা শোনো, তাদের নিয়ে দেশ গড়ো।”