শিবিরের সভাপতি নির্বাচিত হয়েই সাদ্দামের ফেসবুক পোস্ট
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত হওয়ার পরই শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক
পেজে একটি পোস্ট দিয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।
ওই পোস্টে তিনি বলেন, ‘হে রব্বে কারিম!
শহীদের রেখে যাওয়া প্রিয় এই কাফেলার বিশাল দায়িত্বপালন আমাদের জন্য সহজ করে দাও।’
তার ওই পোস্টে মন্তব্য করেছেন শিবিরের বিদায়ি সভাপতি জাহিদুল ইসলাম।
নুরুল ইসলাম সাদ্দামের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনার জন্য অনেক
অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ আপনার নেতৃত্বে প্রিয় কাফেলাকে অনেক সামনে এগিয়ে নেবেন
ইনশাআল্লাহ।’
২০২৬ সালের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে
নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। আর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন সিবগাতুল্লাহ
সিবগা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী
সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে তারা এ দুই পদে নির্বাচিত হন।