নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী ঝুমা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নেত্রী অ্যাডভোকেট
মনজিলা সুলতানা ঝুমা।
রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত
রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই কথা জানান
তিনি।
ফেসবুক পোস্টে ঝুমা
বলেন, ‘এনসিপি প্রাথমিকভাবে যেসব ১২৫টি আসনে মনোনয়ন দিয়েছিল, তার মধ্যে খাগড়াছড়ি ২৯৮
নম্বর আসনে শাপলা কলি প্রতীক নিয়ে তাকে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছিল। বুধবার (২৪ ডিসেম্বর) তার পক্ষে দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মনোনয়নপত্র উত্তোলন করেন। সোমবার ছিল মনোনয়নপত্র
জমা দেওয়ার শেষ দিন।’
তিনি আরও বলেন, ‘প্রায়
দুই ঘণ্টা আগেই দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে তিনি নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এবং
নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে অবহিত করেছেন।’
পোস্টের শেষাংশে ঝুমা বলেন, ‘তিনি বিশ্বাস করেন তরুণরা সংসদে যাবে, আজ না হোক কাল।’
উল্লেখ্য, অ্যাডভোকেট মনজিলা
সুলতানা ঝুমা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। খাগড়াছড়ি আসন থেকে এনসিপির শাপলা কলি প্রতীকে তার নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। বাংলাদেশ
জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে হওয়া আসন সমঝোতায় তার নাম থাকার কথাও শোনা যাচ্ছিল।
নানা নাটকীয়তার পর জামায়াতে
ইসলামীসহ সমমনা আটটি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী জোট ও আসন সমঝোতা চূড়ান্ত
হয়। এই সমঝোতায় এনসিপি ৩০ থেকে ৩৫টি আসনে নির্বাচন করার সুযোগ পাচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে রাজধানী ঢাকায় অন্তত পাঁচটি আসন রয়েছে।
এদিকে জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার ঘোষণার আগে ও পরে এনসিপির একাধিক নেত্রী দল থেকে সরে দাঁড়িয়েছেন বা নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা পদত্যাগ করেছেন।
এছাড়া নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও যুগ্ম
আহ্বায়ক মনিরা শারমিন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে নির্বাচনী
সময়ে দলের সব কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার কথা জানিয়েছেন যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।