তারেক রহমানের প্রত্যাবর্তনে বাগেরহাট থেকে ঢাকায় ১০ হাজার নেতাকর্মী
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাগেরহাট জেলা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম জানান,
ইতোমধ্যে অধিকাংশ নেতাকর্মী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে
ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন এবং বৃহস্পতিবার সকালে সবাই ঢাকায় পৌঁছাবেন।
দলীয় সূত্র জানায়, বাগেরহাট সদরসহ ৯টি উপজেলা থেকে আলাদা আলাদা পরিবহণে
নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। জেলা ছাত্রদলের প্রায় দুই হাজার নেতাকর্মীও গণসংবর্ধনা
অনুষ্ঠানে অংশ নেবেন।
জেলা বিএনপি নেতারা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন নেতাকর্মীদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। শৃঙ্খলা বজায় রাখতে যাত্রাপথে মনিটরিং টিম গঠন করা হয়েছে। স্থানীয় নেতাদের মতে, তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি ও তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।