খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে হাসপাতালে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার
শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি লিভার ও কিডনিসংক্রান্ত
জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এবং ইনফেকশন জনিত সমস্যাসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী
রোগে ভুগছেন।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট, কাশি ও জ্বর
বেড়ে যাওয়ায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুস, হৃদযন্ত্র ও
কিডনিতে অবনতি দেখা দেওয়ায় তাকে দ্রুত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা
হয়। পরে তার একিউট প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ে এবং শরীরে গুরুতর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল
সংক্রমণ শনাক্ত হওয়ায় শক্তিশালী অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা শুরু
করা হয়।
কিডনির কার্যক্ষমতা বন্ধ হওয়ায় নিয়মিত
ডায়ালাইসিস চলছে। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ডিআইসি এর
জটিলতায় প্রয়োজনীয় রক্ত ও রক্তের উপাদান ট্রান্সফিউশন দেওয়া হচ্ছে। এছাড়া ইকোকার্ডিওগ্রামে অ্যাওর্টিক ভাল্ভে সমস্যা এবং ‘টিইই’ পরীক্ষায় ইনফেকটিভ এন্ডোকার্ডাইটিস
ধরা পড়ায় আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী চিকিৎসা চলছে।
দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে
গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম প্রতিদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা
নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।