সন্ধ্যায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা
আজ সন্ধ্যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও `জুলাই সনদ’ নিয়ে গণভোটের তফসিল ঘোষণা করা হবে । বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তফসিল ঘোষণা করবেন।
বুধবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ ।
সিইসির ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি চ্যানেলগুলোতে প্রচার করা হবে। ভাষণটি ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে।
তফসিল ঘোষণার প্রথা অনুযায়ী, বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। আগের বিচারপতি এবং গত রবিবার প্রধান উপদেষ্টা সঙ্গেও বৈঠক করেছেন নির্বাচন কমিশন।