বিমান বাংলাদেশ ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা আতঙ্ক: ৩ জন গ্রেপ্তার

ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার অভিযোগে সাড়ে তিন ঘণ্টা তল্লাশি চালানো হয়। তবে পরে কোনো বোমা পাওয়া যায়নি। এই ঘটনায় র্যাব তিনজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান জানান, ঘটনাটি পারিবারিক বিবাদের কারণে ঘটেছে। এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাওয়ার চেষ্টা করছিলেন। তার মা ও স্ত্রী যাত্রা রুখতে ব্যর্থ হওয়ায় এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন দিয়ে বিমানে বোমা থাকার মিথ্যা তথ্য জানান।
ডিজি শহিদুর বলেন, “এ ধরনের কৌশল দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং জাতীয় এয়ারলাইন্সের সম্মান নষ্ট করে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
১১ জুলাই বিকেলে বিজি-৩৭৩ ফ্লাইটে ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। ফোন কলের পর বিমান বাহিনী, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং র্যাবসহ নিরাপত্তা বাহিনী তল্লাশি চালায়। রাত সাড়ে ৭টার দিকে তল্লাশি শেষ হয়, কিন্তু কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।