তাবেলা সিজার হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪ জনের

ইতালি নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা: তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল
খালাসপ্রাপ্তরা: আবদুল মতিন (বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ভাই), শাখাওয়াত হোসেন, সোহেল
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের পশ্চিম প্রান্তে গভর্নর হাউজ এলাকার ফুটপাতে দুর্বৃত্তরা গুলি করে ইতালির নাগরিক তাবেলা সিজারকে হত্যা করে।
স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মামলার এজাহারে বলা হয়, তাবেলা সিজার আন্তর্জাতিক সংস্থা ‘আইসিসিও’-তে কর্মরত ছিলেন এবং তিনি উন্নয়নমূলক কাজে নিয়োজিত ছিলেন। এই হত্যাকাণ্ড সে সময় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং আন্তর্জাতিকভাবে নজর কাড়ে।
ঘটনার পর পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা করে। মামলার তদন্তে একাধিকবার আসামি সংযুক্তি ও বাদ দেওয়া হয়। বিচারিক প্রক্রিয়ার দীর্ঘ প্রায় ১০ বছর পর এই রায় ঘোষণা করা হলো।