দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে জরুরি ঢাকায় তলব
দুই সপ্তাহের ব্যবধানে পাল্টাপাল্টি হাইকমিশনার তলব, দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডাকা হয়েছে। তিনি সোমবার (২৯ ডিসেম্বর) রাতেই রাজধানীতে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সাম্প্রতিক ঘটনাবলি ও দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। আশা করা যাচ্ছে, মঙ্গলবার দিনের মধ্যে হাইকমিশনারকে নিয়ে বিস্তারিত বৈঠক অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ও ময়মনসিংহের পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ভারতের কিছু অঞ্চলে বাংলাদেশ মিশনগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিশেষ করে দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও আগরতলায় সহকারী হাইকমিশনের ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা চালিয়েছে। চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনেও হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঢাকায় ও দিল্লিতে পাল্টাপাল্টি হাইকমিশনার তলব করা হয়েছে। এটি দুই সপ্তাহের ব্যবধানে একে অপরকে তলব করার নজিরবিহীন ঘটনা, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন করে উত্তেজনাপূর্ণ অবস্থায় নিয়ে এসেছে।
গত ২৩ ডিসেম্বর ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার পর, তার জের ধরে রিয়াজ হামিদুল্লাহকেও জরুরি ভিত্তিতে ঢাকায় ডাকা হলো। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনাগুলো দুই দেশের সম্পর্কের ইতিহাসে নতুন ধারা সৃষ্টি করছে।