হাদির দাফনের প্রস্তুতি চলছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশের স্থানটি নিহত জুলাই আন্দোলনের ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দাফনের জন্য প্রস্তুত করা হচ্ছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তার জন্য কবর খুঁড়তে দেখা যায়।
প্রধান উপদেষ্টার প্রেস
উইং থেকে জানানো হয়, আজ শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান
হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
পরে তার মরদেহ নেওয়া হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা এবং তার প্রতি শ্রদ্ধা
নিবেদনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই তাকে সমাহিত করা হবে।
প্রেস উইং শহিদ ওসমান হাদির
নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার
জন্য বিশেষভাবে অনুরোধ জানায়।
এদিকে ওসমান হাদির মৃত্যুতে
আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।