মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ভারতীয় মেডিকেল টিম ঢাকায় আসছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় জরুরি সহায়তা দিতে ভারত বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি মেডিকেল টিম পাঠাচ্ছে। দ্রুতই এই টিম ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চিকিৎসক দল দগ্ধ রোগীদের অবস্থা পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসা দেবে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রোগীদের ভারতে স্থানান্তরের সুপারিশও করতে পারে তারা।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুলাই দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। সেই ধারাবাহিকতায় ভারতের স্বাস্থ্য অধিদপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গঠিত টিমটি বাংলাদেশে পাঠানো হচ্ছে।
বুধবার (২৩ জুলাই) সকালে ঢাকায় ভারতের হাইকমিশনের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করা হয়। তাতে জানানো হয়, এই টিমের মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে অতিরিক্ত চিকিৎসা সহায়তাও পাঠানো হতে পারে।
উল্লেখ্য, বিমান বিধ্বস্তের ঘটনায় যেসব শিক্ষার্থী ও সাধারণ মানুষ দগ্ধ হন, তাদের অনেকে বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এর আগে সিঙ্গাপুর থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় এসে বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে কাজ শুরু করেছেন।