নিজেদের নির্দোষ দাবি করলেন নাসির ও তামিমা, ১১ আগস্ট সাফাই সাক্ষ্যের দিন ধার্য

অন্যের স্ত্রীকে অবৈধভাবে বিয়ে করার অভিযোগে দায়ের হওয়া মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী আদালতে হাজির হয়ে নিজেদের নির্দোষ দাবি করেছেন।
সোমবার (১৪ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে তাঁরা এই দাবি করেন।
আদালতে হাজির ছিলেন মামলার বাদী তামিমার ‘সাবেক’ স্বামী রাকিব হাসানও। বিচারক এ সময় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং আগের ১০ জন সাক্ষীর সাক্ষ্য পড়ে শোনান। এরপর নাসির ও তামিমার কাছে জানতে চাওয়া হয়, তারা দোষী কিনা। জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
আদালত তাদের সাফাই সাক্ষ্য দেওয়ার ইচ্ছা সম্পর্কে জানতে চাইলে, আসামিপক্ষের আইনজীবী জানান, তারা লিখিত ব্যাখ্যা, নিজেরা সাক্ষ্য প্রদান এবং বাইরের সাক্ষীদের সাফাই সাক্ষ্য উপস্থাপন করবেন। এই প্রেক্ষিতে আদালত আগামী ১১ আগস্ট সাফাই সাক্ষ্যের জন্য দিন ধার্য করেন।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি, রাকিব হাসান নামের একজন ব্যক্তি তার ‘স্ত্রী’ তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে অবৈধ বিয়ের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তামিমার মা সুমি আক্তারকেও অভিযুক্ত করা হয়।
এরপর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর নাসির, তামিমা ও তামিমার মাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়। তবে বিচারক পরে তামিমার মাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।
২০২২ সালের ২৪ জানুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। এ আদেশের বিরুদ্ধে তারা মহানগর দায়রা আদালতে রিভিশন আবেদন করলেও গত ২৮ ফেব্রুয়ারি আদালত তা খারিজ করে দেয় এবং মামলার বিচার কার্যক্রম বহাল রাখেন।
পরবর্তীতে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এখন মামলাটি সাফাই সাক্ষ্য পর্যায়ে পৌঁছেছে।