তাজিয়া মিছিলে লাঠি-তলোয়ারসহ বিপজ্জনক অস্ত্র বহন নিষিদ্ধ করেছে ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে আগামী ৬ জুলাই রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলে দা, ছোরা, তলোয়ার, লাঠিসহ যেকোনো ধরনের বিপজ্জনক অস্ত্র বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২ জুলাই) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তলোয়ার, লাঠি ও এ জাতীয় যেকোনো বিপজ্জনক বস্তু বহন, ব্যবহার এবং সেসব নিয়ে মিছিলে অংশগ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
ডিএমপি জানায়, তাজিয়া মিছিল শুরুর আগমুহূর্ত থেকে শেষ হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।