পবিত্র আশুরা ঘিরে ঢাকায় তাজিয়া মিছিলে ডিএমপির সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলসহ অন্যান্য ধর্মীয় কর্মসূচিকে কেন্দ্র করে সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার।
তিনি জানান, আগামী ৬ জুলাই (১০ মহররম) পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান, বড় কাটরা, মোহাম্মদপুর বিহারী ক্যাম্প, শিয়া মসজিদ, বিবিকা রওজা, মিরপুর পল্লবী বিহারী ক্যাম্পসহ ঢাকার বিভিন্ন এলাকায় শিয়া সম্প্রদায়ের শোকানুষ্ঠান ও মিছিল হবে। এসব অনুষ্ঠানস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা, পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও স্পেশাল ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, আশুরার দিন সকাল ১০টায় হোসেনি দালান থেকে শুরু হবে ঢাকার সবচেয়ে বড় তাজিয়া মিছিল। এই মিছিল বকশি বাজার, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, সায়েন্সল্যাব, ধানমন্ডি হয়ে ধানমন্ডি লেক এলাকায় অবস্থিত কারবালায় গিয়ে শেষ হবে। মিছিল চলাকালে যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিএমপি জানায়, প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যবেক্ষণ চলবে। পাশাপাশি সন্দেহজনক কোনো পরিস্থিতি হলে দ্রুত ব্যবস্থা নিতে র্যাব, গোয়েন্দা সংস্থা ও পুলিশের বিশেষ শাখাসমূহ প্রস্তুত থাকবে। ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. এম. নজরুল ইসলাম আশুরার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং জানান, একই দিনে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রাও রয়েছে। এজন্য ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকলকে পুলিশি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে, ধর্মীয় অনুভূতি ও নিরাপত্তা দুটিই বিবেচনায় নিয়ে পবিত্র আশুরা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পালন করতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।