শিবিরের গুপ্ত কর্মীদের অপপ্রচারের বিরুদ্ধে মাঠে ছাত্রদল: নাছির উদ্দীন নাছির

ছাত্রশিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
গত সোমবার (১৪ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
নাছির বলেন, সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যার ঘটনাকে কেন্দ্র করে একটি বিশেষ গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি ছড়াতে সক্রিয় হয়েছে। তাদের উদ্দেশ্যই হচ্ছে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো।
তিনি আরও বলেন, গত এক সপ্তাহে আরও কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু সেগুলো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি হয়নি। একমাত্র মিটফোর্ডের ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে। এতে ছাত্রশিবিরের গুপ্ত সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে বলে আমাদের সন্দেহ।
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, এসব অপতৎপরতার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠন তার অবস্থান পরিষ্কার করতে চায়, বিশৃঙ্খলা নয়—শান্তিপূর্ণ প্রতিবাদই আমাদের পথ।
নয়াপল্টনে শুরু হওয়া এই মিছিল কাকরাইল, মৎস্য ভবন, প্রেসক্লাব, কার্জন হল ও টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।