গুজরাটে সেতু ধস: প্রাণহানির ঘটনায় ড. ইউনূসের শোক প্রকাশ

ভারতের গুজরাটে গম্ভীরা সেতু ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৯ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোকবার্তায় ড. ইউনূস বলেন, “গুজরাট রাজ্যে গম্ভীরা সেতু ধসে প্রাণহানির মর্মান্তিক ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত।”
তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের জনগণ এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে নিহতদের শোকসন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছেন।
ড. ইউনূস আরও বলেন, “যারা আপনজন হারিয়েছেন, তারা আমাদের ভাবনা ও প্রার্থনায় রয়েছেন। আমি আহত সকলের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।”
ভারতের গুজরাট রাজ্যের ভদোদরায় মহিসাগর নদীর ওপর নির্মিত ৪৩ বছরের পুরোনো একটি সেতু বুধবার ভোরে ধসে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সেতুর একাংশ ধসে পড়ার পর একটি ট্যাংকার ঝুলে আছে বিপজ্জনকভাবে, আর নদীতে উলটে থাকা একটি ভ্যানের ভেতরে আটকে থাকা এক নারী তাঁর সন্তানের জন্য সাহায্য চেয়ে কাঁদছেন।
দুর্ঘটনাকবলিত ওই সেতু ভদোদরার পাদ্রার মুজপুরকে আনন্দ জেলার গম্ভীরার সঙ্গে এবং মধ্য গুজরাটকে সৌরাষ্ট্র অঞ্চলের সঙ্গে সংযুক্ত করত।