জাপানে বাংলাদেশি কর্মী পাঠাতে আগ্রহ বাড়ছে, টোকিও দূতাবাসে সেমিনার আয়োজন

জাপানে কর্মী পাঠানো এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদারে মানবসম্পদ সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক সংস্থাগুলোর সঙ্গে একটি সেমিনারের আয়োজন করেছে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) দূতাবাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই সেমিনার।
সেমিনারটি আয়োজনের সহযোগিতা করে জাপান বাংলাদেশ বিজনেস রপ্তানি কাউন্সিল (জেবিবিআর), যারা গত ২৯ মে বাংলাদেশ সরকার এবং এনবিসিসি (নিপ্পন বাংলাদেশ কারিগরি সহযোগিতা সংস্থা)-র সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। এতে অংশ নেওয়া তত্ত্বাবধায়ক সংস্থাগুলোর অধিকাংশই এনবিসিসির সদস্য।
সেমিনারে রাষ্ট্রদূত মো. দাউদ আলী জাপানি সংস্থাগুলোকে বাংলাদেশ সফরে গিয়ে প্রশিক্ষণ সুবিধা ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু করার অনুরোধ জানান।
তিনি বলেন, “জাপানি শিল্পের জন্য দক্ষ জনবল প্রস্তুতে আমরা প্রস্তুত। যেমন ওয়াটামি এজেন্টের মাধ্যমে বাংলাদেশে পরিচালিত টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) রয়েছে। জাপানি সংস্থাগুলো চাইলে সরকারি টিটিসি ব্যবহারের অনুমতি পাবে, বাংলাদেশ সরকার তাতে স্বাগত জানাবে।”
সেমিনারে উপস্থিত জাপানি প্রতিনিধিরা প্রশিক্ষণ, ভাষা শিক্ষা, অভিবাসন প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। রাষ্ট্রদূত তাদের প্রশ্নের জবাব দেন এবং আশা প্রকাশ করেন, এই সংস্থাগুলো শিগগিরই বাংলাদেশের সঙ্গে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করবে।
এই সেমিনারের মাধ্যমে জাপানে বাংলাদেশের দক্ষ মানবসম্পদ রপ্তানিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।